বাংলায় চীনা ভাষা শেখার ধারাবাহিক পাঠে আপনাকে স্বাগতম। আজ চতুর্থ পাঠের তৃতীয় পর্বে আমরা চীনা ভাষায় কিভাবে মাসের নামগুলো বলতে হয় সেটি শেখাব। চতুর্থ পাঠের প্রথম পর্বে আপনাদের চীনা ভাষায় সংখ্যাগুলো শিখিয়েছিলাম। সেই সংখ্যা ব্যবহার করে আমরা দ্বিতীয় পর্বে সপ্তাহের দিনগুলোর চীনা ভাষা শিখেছি। অনুরূপভাবে আজ মাসের নামগুলো শিখব।
পরবর্তী পঞ্চম পাঠ থেকে আমরা চীনা ভাষার ব্যবহারিক বিষয় অর্থাৎ বাস্তব জীবনে বহুল ব্যবহৃত এবং প্রয়োজনীয় শব্দ এবং বাক্য গঠন শেখাব। সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।