বাংলায় চীনা ভাষা শেখার ধারাবাহিক পাঠে আপনাকে স্বাগতম।
৫ম পাঠের প্রথম পর্বে বিমানবন্দরে যে ধরণের কথাবার্তা বলার প্রয়োজন হয়, সেগুলো কিভাবে চীনা ভাষায় বলা যায়- এ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি, আপনার চীন ভ্রমণের সময় বিমানবন্দরে আপনি চীনা ভাষায় কথা বলতে পারবেন।
পাঠটি বুঝতে আপনার কোন অসুবিধা হলে আমাকে প্রশ্ন করতে পারেন। মতামত এবং যোগাযোগের জন্য chinesefortoday@gmail.com ঠিকানায় ইমেইল করতে পারেন।
ধন্যবাদ।
Awesome post! Keep up the great work! 🙂