বাংলায় চীনা ভাষা শিখুন, পাঠ-১ (ধ্বনি ও ধ্বনি চিহ্ন) (উচ্চারণ সহ)

Click bellow to share:

বাংলায় চীনা ভাষা শেখার ধারাবাহিক পাঠে আপনাকে স্বাগতম।

পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মাতৃভাষার সাথে যদি পরিচিত হতে চান, তাহলে থাকুন আমাদের সাথে। চলুন প্রথমেই চীনা ভাষা সম্পর্কে দু’একটি তথ্য জেনে নিই।

চীনা ভাষার তিনটি প্রধান উপাদান হচ্ছে অক্ষর বিন্যাস, ধ্বনি বিন্যাস এবং ব্যাকরণ।

চীনা ভাষার কোন বর্ণমালা নেই। আপনি যে চীনা ভাষা লেখা দেখেছেন তা আসলে প্রতিটি আলাদা আলাদা শব্দ। চীনা শব্দ বা ক্যারেক্টারকে আপনি চিত্রলিপি বা Pictograph বলতে পারেন।

চীনা ভাষা যথাসম্ভব সঠিকভাবে উচ্চারণ করতে হয়। না হলে এর অর্থ পুরোপুরি বদলে যাবে। বিদেশিদের সুবিধার্তে চীনা পন্ডিতগণ চীনা ভাষার উচ্চারণ ল্যাটিন হরফ দিয়ে সহজবোধ্যভাবে উপস্থাপন করেছেন।

ল্যাটিন হরফে লেখা ফিনইন ছাড়া বাংলায় চীনা ভাষার উচ্চারণ লেখা সম্ভব নয়। কারণ চীনা ভাষার ধ্বনিগুলো বাংলায় নেই। আমি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্তে উচ্চারণগুলো কাছাকাছি বাংলায় লেখার চেষ্টা করব।

ফিনইন দেখে পড়ার জন্য ফিনইনের বিপরীতে উচ্চারণগুলো মনে রাখতে হবে।

ইংরেজি অক্ষরের বিপরীতে বাংলায় আমরা যেমন উচ্চারণ করি এখানে তার কিছুটা ব্যতিক্রম আছে। যেমন ইংরেজিতে ‘বি’ কে আমরা ‘ব’ এর সাথে তুলনা করতে পারি। কিন্তু চীনা ফিনইনে ‘বি’ এর উচ্চারণ হবে ‘প’। আবার ‘ডি’ এর উচ্চারণ ‘ড’ বা ‘দ’ না হয়ে হবে ‘ত’ এর মতো।

চীনা ভাষার ধ্বনিবিন্যাসে চারটি স্বর বা Tone আছে। এগুলো হচ্ছে প্রথম স্বর বা উঁচু মাত্রার সমতান স্বর, দ্বিতীয় স্বর বা আরোহী স্বর, তৃতীয় স্বর বা তরঙ্গ স্বর এবং চতুর্থ স্বর বা অবরোহী স্বর। এছাড়া আরো একটি টোন আছে যাকে নিউট্রাল টোন বলা হয়।

আপনারা সারেগামা নিশ্চই শুনেছেন। সেখানে সা রে গা মা প্রতিটিতে সাউন্ড লেভেল চেঞ্জ হয়। ঠিক এরকমই আমি এই টোন চার্টে ১ থেকে ৫ পর্যন্ত মার্ক দিয়ে সাউন্ড লেভেল দেখানোর চেষ্টা করছি। (ইউটিউব ভিডিওটি দেখুন)

প্রথম স্বর বা উঁচু মাত্রার সমতান স্বরে সাউন্ড লেভেল পরিবর্তন হয় না। লেভেল ৫ থেকে শুরু করে ৫-এই শেষ, স্বরের কোন উঠানামা নেই।

দ্বিতীয় স্বরের ক্ষেত্রে সাউন্ড লেভেল ৩ থেকে শুরু করে ৫ এ উঠেছে। একটু পরে এর উদাহরন দিচ্ছি।

তৃতীয় স্বরের ক্ষেত্রে সাউন্ড লেভেল ২ এ শুরু হয়ে ৪ এ শেষ হবে। একে আমরা তরঙ্গ স্বর বলি।

চতুর্থ স্বরের ক্ষেত্রে সাউন্ড লেভেল ৫ এ শুরু হয়ে ১ এ শেষ হবে।

আগেই বলেছি, ফিনইনে চার ধরণের টোনমার্ক থাকে, সেই মার্ক অনুযায়ী উচ্চারণ করতে হবে। যেমন এখানে দেখুন, প্রথম ā এর উপরে প্রথম স্বরের চিহ্ন দেওয়া আছে। এর উচ্চারণ হবে উঁচু মাত্রার সমতান স্বরে ‘আ’। দ্বিতীয় á এর উপরে দ্বিতীয় স্বরের চিহ্ন দেওয়া আছে। এর উচ্চারণ হবে আরোহী স্বরে ‘আ’। তৃতীয় ǎ এর উপরে তৃতীয় স্বরের চিহ্ন দেওয়া আছে। এর উচ্চারণ হবে তরঙ্গ স্বরে ‘আ’। চতুর্থ à এর উপরে চতুর্থ স্বরের চিহ্ন দেওয়া আছে। এর উচ্চারণ হবে অবরোহী স্বরে ‘আ’।

উচ্চারণ সঠিক না হলে চীনা ভাষার অর্থ পুরোপুরি বদলে যায়। এ কারণে চীনা ভাষা চর্চা করার সময় ফিনইনের উপর ভালোভাবে নজর রাখতে হবে।

চীনা ভাষায় ব্যাকরণের জটিলতা কম। কর্তা পরিবর্তনের সাথে সাথে ক্রিয়ার রূপের কোন পরিবর্তন হয় না। যেমন 去qù ছ্যুই মানে হচ্ছে যাওয়া। এই ক্রিয়া পদটি আমি, তুমি, আপনি ইত্যাদি কর্তার সাথে বাংলার মতো যাই, যাও, যান ইত্যাদি শব্দে রূপান্তর না হয়ে অপরিবর্তিত থাকে।

চীনা ভাষায় বাক্য গঠন করাও সহজ। শব্দের সাথে শব্দ জুড়ে দিলেই কথা বলা যায়। যেমন, হাও (好 hǎo) শব্দের অর্থ ভালো। এই হাও দিয়েই অনেক বাক্য তৈরি করা যায়। যেমন, হাও ঝও (好走 hǎo zǒu) মানে যাওয়া সহজ, হাও খান (好看 hǎo kàn) মানে দেখতে সুন্দর, হাও থিং (好听 hǎo tīng) মানে শ্রুতিমধুর, হাও ছ্রি (好吃 hǎo chī) মানে সুস্বাদু ইত্যাদি।

চীনা ভাষায় গণনারীতিও অনেক সহজ। যেমন, কেউ ১ থেকে ১০ পর্যন্ত শিখলে ৯৯ পর্যন্ত অবলীলায় বলতে পারবেন। কারণ ১১ হচ্ছে, দশ-এক, তেমনি ২২ হচ্ছে ২ দশ ২, ৪৩ হচ্ছে ৪ দশ ৩, এভাবে ৯৯ পর্যন্ত একই রকম।

আমরা পরের পাঠে কিছু বাক্য তৈরি করব এবং প্রাথমিক কথাবার্তা শরু করব। প্রথম পাঠ বুঝতে যদি কোন সমস্যা তৈরি হয়ে থাকে আশা করি দ্বিতীয় পাঠে তা সহজ হয়ে যাবে। যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করবেন। ইমেইল পাঠাতে পারেন: chinesefortoday@gmail.com এই ঠিকানায়।

এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরের পর্বটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে।

Click bellow to share:

28 comments

    1. ধন্যবাদ আপনার আগ্রহের জন্য।
      আপনি আমাদের ইউটিউব চ্যানেল / ওয়েবসাইট ফলো করতে পারেন।
      এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম কিংবা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে ভর্তি হয়ে চীনা ভাষা শিখতে পারেন।

        1. ভর্তির জন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। আপনি আধুনিক ভাষা ইনস্টিটিউটের নোটিশবোর্ড চেক করতে পারেন। ধন্যবাদ।

        1. ধন্যবাদ আপনার আগ্রহের জন্য। আমার শেখা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা থাকবে সবসময়।

  1. চিনা ভাষা শিখতে চাই। এর জন্য কোন বই পাওয়া যাবে?

    1. বই পাওয়া যেতে পারে, তবে এই মুহুর্তে সহজলভ্য কোন বইয়ের খোঁজ আমার জানা নেই। শুধুমাত্র বই পড়ে চীনা ভাষা আয়ত্ব করা কিন্তু সম্ভব নয়।

    1. Authentic Source এবং নিয়মিত চর্চার মাধ্যমে আপনি চীনা ভাষা শিখতে পারবেন।
      চাইনিজ ফর টুডে-কে অনুসরণ করার জন্য ধন্যবাদ।

  2. সুভ সকাল, শুভ রাত্রী চিনা ভাষায় কি বলতে হবে বাংলা উৎচারন সহ জানালে বাধিত হবো।

    1. শুভ সকাল এর চীনা ভাষা হচ্ছে 早上好, এর উচ্চারণ- যাও শাং হাউ (Zǎoshang hǎo)।
      শুভ রাত্রি এর চীনা ভাষা হচ্ছে 晚安, এর উচ্চারণ- ওয়ান আন (Wǎn’ān)।
      আপনি শুভ সন্ধ্যা বলতে চাইলে 晚上好 (ওয়ান শাং হাউ, Wǎnshàng hǎo) বলতে পারেন।
      ধন্যবাদ আপনার আগ্রহের জন্য।

  3. David Beckham এই নাম টা আমি চীনা ভাষায় লেখতে যায় কিভাবে লেখব একটু help করবেন কী

    1. ডেভিড বেকহ্যাম এর চীনা নাম 大卫贝克汉姆, ফিনইন: Dà wèi bèikè hàn mǔ, বাংলায় উচ্চারণ: তা ওয়েই পেই খ হান মু।
      চীনে বেকহ্যাম এর একটি নিকনেম আছে: 小贝, এর ফিনইন: Xiǎo bèi, উচ্চারণ: শিয়াও পেই।
      চীনাদের কাছে ডেভিড বেকহ্যাম ‘শিয়াও পেই’ নামেই পরিচিত।
      ধন্যবাদ আপনার আগ্রহের জন্য।

    1. দু:খিত, চট্টগ্রামে চীনা ভাষা শেখার কোন প্রতিষ্ঠান আছে কি না আমার জানা নাই।

  4. ভাই আমি চিনা ভাষা শিখতে চাই। চিনা ভাষা শিখতে কোন শিক্ষাগত যোগ্যতা লাগে? আপনাদের কি কোন প্রতিষ্ঠান আছে যেখানে চিনা ভাষা শিখায়।

    1. আমি কোন ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত নই। আপনি কোন স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে সাধারণত এইচএসসি পাস হতে হবে।

    1. এটা আসলে বলা মুশকিল। বাংলা বা অন্য কোন ভাষার শব্দ সরাসরি চীনা ভাষায় রূপান্তর করা যায় না। আপনাকে একটা উদাহরণ দিলে হয়তো বুঝবেন।
      লন্ডন এর চীনা ভাষা 伦敦 Lúndūn লুইনতুইন।
      আপনার নাম 缅乌丁Miǎn wūdīng মিয়ান উতিং হতে পারে। 🙂

  5. ‘A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,K,O,P,Q,R,S,T,U,V,W,X,Y,Z’ চীনে ভাষায় এগুলোর উচ্চারন কি হবে? প্লিজ

    1. চীনা ভাষায় ইংরেজি বর্ণমালার সরাসরি কোন বিকল্প উচ্চারণ নেই। আপনি পাঠ-১ এ ধ্বনিচিহ্ন দেখতে পারেন।

Leave a Reply to Rubal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *