বাংলায় চীনা ভাষা শিখুন, পাঠ-২ (সম্ভাষণ) (উচ্চারণ সহ)

Click bellow to share:

‘বাংলায় চীনা ভাষা শিখুন’ ধারাবাহিক পাঠের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি।

আশা করি প্রথম পর্বটি আপনি ইউটিউবে দেখে নিয়েছেন। না দেখে থাকলে দেখে নিন কারণ, প্রথম পর্বে চীনা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ধ্বনি এবং ধ্বনিচিহ্ন নিয়ে আলোচনা করেছি। এটি সবসময় কাজে লাগবে।

আশা করি, এ পর্বে আপনি চীনা ভাষায় কথা বলা শুরু করতে পারবেন।

চীনারা পরস্পরকে সম্ভাষণ জানাতে 你好 (nǐ hǎo নি হাউ) কথাটি ব্যবহার করে। ‘নি’ মানে হচ্ছে তুমি এবং ‘হাউ’ মানে হচ্ছে ভালো। আক্ষরিক অর্থে নি হাউ মানে ‘তুমি ভালো’। আমরা যেমন কারো সাথে দেখা হলে হ্যালো বা কেমন আছ জিজ্ঞেস করি, তেমনি চীনারা বলে ‘নি হাউ’। এর উত্তরেও ‘নি হাউ’ বলা হয়। এটা যে কোন সময় যে কোন ব্যক্তিকে বলা যায়।

বয়সে প্রবীণ এবং সম্মানীয় কাউকে 您好 (nín hǎo নিন হাউ) বলা ভালো।এখানে ‘নি’ এর পরিবর্তে ‘নিন’ মানে হচ্ছে ‘তুমি’ এর পরিবর্তে ‘আপনি’ বলে সম্বোধন করা।

যদি একাধিক ব্যক্তি থাকে, তাহলে বলতে পারেন 你们好 (nǐmen hǎo নিমেন হাউ)। ‘নি মেন’ অর্থ তোমাদের।

যদি অনেক লোক থাকে, তাহলে বলতে হবে 大家好 (Dàjiā hǎo তা চিয়া হাউ)। ‘তা চিয়া’ মানে সবাইকে/সবাই।

সকালে 早上好 (zǎoshang hǎo যাওশাং হাউ) বা শুভ সকাল, বিকালে 下午好 (xiàwǔ hǎo শিয়া উ হাউ) বা শুভ বিকাল এবং সন্ধ্যায় 晚上好 (wǎnshàng hǎo ওয়ানশাং হাউ) বা শুভ সন্ধ্যা বলা হয়। এখানে যাও শাং মানে সকাল, শিয়া উ মানে বিকাল, ওয়ান শাং মানে সন্ধ্যা।

এছাড়া, শুভ রাত্রি এর চীনা ভাষা হলো 晚安 (wǎn’ān ওয়ান আন)।

তাহলে আজ এ পর্যন্তই। আশা করি, আপনাদের বুঝতে কোন সমস্যা হয় নি। আগামী পাঠে আমরা পরিচয় দেওয়া/নেওয়া বিষয়ে আলোচনা করব।

কোন প্রশ্ন থাকলে কমেন্টস বা ইমেইল করবেন। লাইক, কমেন্টস এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন আমাদের সাথে।

Click bellow to share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *